reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০২০

মাহবুবা ফারুক

উত্তরাধিকার

বাতাস দোলায় পদ্মকে আলতো করে,

কানে কানে বলে, ঝরে যাবার আগে

একটি পাঁপড়ি রেখে যেয়ো আমার জন্যে,

জলে ডুবতে ডুবতে পদ্ম চমকে ওঠে,

না, না, আমাকে ছুঁয়ো না, রেখো না স্মৃতি,

তাহলে সাপে কাটবে, ছোবল দেবে,

সব ফুলে হয় না মালা হয় না পুজো।

তোমার সারা গায়ে ছড়াবে বিষ বিনাকারণে,

আমার গোপন ব্যথা না হোক কারও উত্তরাধিকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close