reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০২০

সুফিয়ান আহমদ চৌধুরী

নূপুরের ছন্দে

শরতের আকাশে দুপুরবেলা

সাদা সাদা ওড়ে মেঘ

পাখি ওড়ে যায় দূরে দূরে

সাদা শাড়ি গায় ষোড়শি

হাওয়ায় ওড়ে কী যে চুল

কথা বলে একা একা কি?

চারপাশে নীরবতা, নিঝঝুম

ছবি আঁকে শিল্পী, আঁকে যতেœ

শরৎ দিনের ঝকঝকে ছবি রঙে

সুগন্ধ ছড়ায় মিষ্টি মধুর কত ঘ্রাণ

ব্যাকুল হয় নূপুরের ছন্দে মন-প্রাণ

বাতাসে অন্যরকম সুখ আমেজের ছোঁয়া

সবুজের শোভা প্রকৃতি সাজে কি আনন্দ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close