reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০২০

এখলাসুর রহমান

জলমানুষ

হাসনপুরের মাঠ পেরিয়ে মতিয়াখালী যেতে

দেখা হলো জল ও সোহাগের সাথে

এই জলমানুষের মিলনমেলায় ডুবে গেছে পথ

ডুবে গেছে পাকা ব্রিজ

মৎস্যশিকারিরা ব্যস্ত রয়েছে মৎস্য শিকারে

শিবজাল ফেলে সড়কের ধারে

লাইনবেঁধে বসে আছে কতজন

আমি জলমানুষের মিলন দেখতে দেখতে

মতিয়াখালী থেকে ছুটলাম হাটশিরার দিকে

ব্রিজ পেরিয়ে ছুটলাম ফতেপুর হাইস্কুলের দিকে

জলের দিকে চেয়ে আছে সোনা মিয়া

জাকির ভাই ওজু করছে নামাজ পড়বে

মাসুম ভাই কম্পিউটার স্ক্রিনে জল দেখে

সোনা মিয়া আসে চা মেশানো জল নিয়ে

চুমুক দিই আর চেয়ে থাকি জলের দিকে

মৃদুমন্দ বাতাসে দুলছে ঢেউ

ডুবন্ত পথে আর হাঁটতে যায় না মাসুম ভাই

মৎস্য শিকারে যায়

জল দেখতে আর মাছ ধরতে

হাসনপুর, মতিয়াখালী, হাটশিরা

দেওয়ান বাড়ির মোড় জলমানুষের ভিড়ে

একাকার হয়ে গেছে সব

বইছে বাতাস, সাঁতরাচ্ছে মাছেদের ঝাঁক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close