প্রণব মজুমদার

  ১৪ আগস্ট, ২০২০

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা

রক্তাক্ত আগস্ট

সেদিন ভোরে মৌনব্রত বিহঙ্গ ছিল অনাহারে

নির্বাক নিরস্ত্র মানুষ যেতে পারেনি দ্বারে দ্বারে

ডুবন্ত শহরের মতো নিশ্চিহ্ন হলো কুড়ি প্রাণ

সেই প্রেতাত্মারা রাখেনি স্বাধীন মাটির সম্মান

বিশ্বনেতার দূরদর্শী চশমা, ধর, ক্রন্দনরত মেঝ

নৃশংস হত্যাযজ্ঞের পরও কমেনি দম্ভ ও তেজ

অস্ত্রের ঝাঁজরায় রক্তাক্ত আগস্টে কাঁদে মানচিত্র

দাসত্বে দেশ, পঞ্চাশেও বুঝি না কে শত্রু কে মিত্র?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close