reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০২০

নার্গিস পারভীন

এমন বাদল দিনে

বিবাগী দুপুরে

ভাবনারা ওড়ে

পত্রে পত্রে ছেয়েছে কে দুঃখ গাছটিরে?

দিল এক টোকা

উড়ন্ত কাঁচপোকা

দূর ছাই রাত-দিন আকাশ মেঘে ঢাকা!

ঘোরলাগা দিনকাল!

বর্ষার মায়াজাল!

ছুঁঁয়ে দিল বিজলী শ্যামল মেঘের ভেজা গাল।

ওই ফুল কেয়া

মুখভরা মায়া

বৃষ্টির সাথে তার চলছে মন দেওয়া-নেওয়া।

আমার এক মন

নেবে কি সুজন?

সব ছেড়ে দিকহারা সুদূরে হারাবো দুজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close