মনোনীতা চক্রবর্তী

  ৩১ জুলাই, ২০২০

প্রেডিকশন

রূপ চলে যায় আনবাড়ি

রেখে আসা সুখ দিয়ে

ঝলসে খায় রোস্ট

স্বাদ বাড়ায় লেবু চিপে

না-খেতে পাওয়া চোখ জানে সব

জানে আরো ভালো করে

দীর্ঘ অনাহারের পর যখন তাকে জিজ্ঞাসা করে

‘কী রে, কী হয়েছে তোর? বলবি তো’

ঘরে-বাইরে তখন অঝোর বৃষ্টি

জলজ সুখে ভাসে উড়ন্ত শিশির

আর নিখুঁত ভবিতব্য লেখে

লিখেই চলে

পোড়ার জন্য নির্দিষ্ট

কোনো বয়স লাগে না

লাগে না দিনক্ষণ, বছর কী মাস

বুক পোড়া-রোস্ট

গন্ধে ম ম করে চারপাশ

তবু লিখেই চলে নিখুঁত ভবিতব্য

লিখেই চলে...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close