মঈন মুরসালিন

  ৩১ জুলাই, ২০২০

স্মৃতি বায়োস্কোপের মতো

কাঠের আলমারিতে জমা রেখেছি স্মৃতিগুলো

কপাট খুলতেই ন্যাপথলিনের তীব্র গন্ধ,

হাতপাখার দিন ফুরিয়ে এলেও যতে রেখেছি;

আমার অভিজ্ঞতার সবটুকুই মাটির ব্যাংকে

পয়সা জমানোর মতো স্মৃতি করে রেখেছি।

লেইস ফিতা লেইস কিংবা এই রাখবেননি

কটকটি বলে ফেরিওয়ালার ডাক

মাজার বিষ ব্যথা, দাঁতের পোকা ফেলাই

সাপ কিংবা বানরের খেলা

আলমারির প্রতিটি তাকে সাজিয়ে রাখা

সকল স্মৃতিই এখন বায়োস্কোপের মতো

ঘুরে ঘুরে ফিরে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close