ফেরদৌস চৌধুরী

  ২৪ জুলাই, ২০২০

বর্ষাকালে ডালে ডালে

বর্ষাকালে ডালে ডালে কদম কেয়া ফোটে

গাছের সবুজ নবীন পাতা, সজীব হয়ে ওঠে।

জলে পরিপূর্ণ ডোবা, অথই নালা-নদী

বাড়ায় মনের আকুলতা, কবি হতাম যদি।

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর নদী ছোটে বেগে

হাওয়ায় আসে ফুলের সুবাস, হৃদয় উঠে জেগে।

হাঁসের ছানা পায় ঠিকানা, মায়ের সাথে এসে

প্যাক প্যাক আওয়াজ করে কুটি কুটি হেসে।

মনের সুখে বেড়ায় ভেসে হাসুখালির খালে

বৃষ্টি পড়ে টিনের চালে, খুকুর মিষ্টি গালে।

শাপলা ফোটা মতির বিলে, রূপের ছড়াছড়ি

টাপুর-টুপুর গানের নূপুর বাজায় মেঘের পরী।

সূর্য লুকায় মেঘের আড়ে তাই মেলে না দেখা

বৃষ্টি পড়ে ঝমঝমাঝম ময়ূর ডাকে কেকা।

বৃষ্টি পড়ে মুষলধারে, বৃষ্টি গুঁড়ি গুঁড়ি

শ্রাবণ মেঘের রাতে আমার মন হয়ে যায় চুরি।

স্মৃতির রথে চড়ে আমি গাঁয়ে জমাই পাড়ি

নৌকা করে মায়ের সাথে ছুটি মামার বাড়ি।

বর্ষাকালে উচ্ছ্বসিত হৃদয় অনুরাগে

ফোটে অযুত স্বপ্নকলি, মনের কুসুম বাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close