আমিনুল ইসলাম সেলিম

  ২৪ জুলাই, ২০২০

বৃষ্টির প্রশ্রয় নেই

বৃষ্টি এলে

মুখচোরা হাসি নিয়ে বিরহ দাঁড়িয়ে থাকে

পুরোনো শত্রুর মতো, একাকী গোপনে

বিষণ্ন ব্যথার বিষ মুহূর্তে ছড়িয়ে পড়ে দল বেঁধে

মনের সমস্ত গ্রামে, কথাহীন পাড়ায় পাড়ায়

মনে পড়ে

আমাদের কত বৃষ্টিদিন ভেঙে রাত্রি হয়েছে

কত রাত নামহীন ব্যথা নিয়ে মরে গেছে যুগল ব্যথায়

আমাদেরও কান্না ছিল, অবিরাম বর্ষাপাত ছিল

দুজনেই ব্যক্তিগত মেঘ নিয়ে উড়ে গেলে অন্য মোহনায়

মেঘভাঙা নদী জাগে আমাদের বর্ষাগাভীন রাতে, জলজ জীবনে

জলভারে ক্লান্ত মনে

তাই আর বৃষ্টিকে দেই না প্রশ্রয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close