সালেহ্ রনক

  ২৪ জুলাই, ২০২০

মন ভিজেছিল শ্রাবণে

শ্রাবণের আকাশ নামানো বৃষ্টি

একবার ভিজেছিল মন,

তারপর বহু দিন তৃষ্ণার্ত

উষর মরুভূমি।

মেঘ জমে রোজই অনিশ্চয়তার আকাশে

ভেসে ভেসে যায় যখন যেদিক হাওয়া।

কখনোবা বাঁধভাঙা জল, ভিজে একাকার

অবশ নিথর মন মগ্নতা পার হয়ে,

তবু মনে করে

একবার ভিজেছিল মন।

বিচিত্র অসুখ একখানা

সুখের অনন্তসীমা কাঙাল হৃদয়ে,

ডেকে আনে প্রলাপেরে।

কান্নায় ওঠে জোশ, হায় হায় প্রাণ

কী নাই, কী নাই!

উঠোন বিছায়ে

শ্রাবণের আকাশ নামানো বৃষ্টি

চৈত্রের খরতাপ মন

কেবলই মনে করে

একবার ভিজেছিল মন,

ভিজেছিল শ্রাবণের বরষায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close