জোবায়ের মিলন

  ২৪ জুলাই, ২০২০

বিভিন্ন ফুল

মানুষের দুষ্কালে আগত বর্ষা...

মানুষ কি ভিজবে এবার পাখা মেলে?

মানুষ তো

আপন অশ্রুজলেই ভিজতে ভিজতে

ক্লান্ত, শোকাশ্রুতে যবুথবু

মানুষের অনুভবে ধরা পড়বে কি টুংটাং রিনিঝিনি?

যে পিতা সন্তান হারাল

যে মাতা পুত্রবিয়োগে নীলকামিনী হলো

যে ভাই-বোনের কবরে দিতে পারল না মাটি

আপনের হাত ছুঁয়ে বলতে পারল না বিদায়,

চোখের ঘামে বুকে যার কাদাজল

সে কি শুনতে পাবে বারিধারার জলজ-মিউজিক?

নাকি পাঁজর চিতিয়ে ছেঁড়া বোতাম খুলে ধরে

নিজেরাই প্রবলধারা হয়ে মøান করে দেবে

বৃষ্টির প্রতিটি ফোঁটা?

মৃত্যুর মিছিল পাশে এ বছর পুরোটাই বর্ষাঋতু

চোখের বর্ষা,

বর্ষাটা তাই ভিন্ন আবেশে

ফোটাচ্ছে না বিভিন্ন ফুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close