মাহফুজুর রহমান সৌরভ

  ২৪ জুলাই, ২০২০

লজ্জাভাঙা মেঘলা আকাশ

বৃষ্টির বাড়ন্ত জল মৃদু মৃদু ঢেউয়ে

আমার মানসপটে কবিতার শব্দগুলো

বিমোহিত হয়ে ফেটে পড়েছিল

তোমার লজ্জাভাঙা মেঘলা শরীর দেখে

আমি বর্ষা বন্দনা করি

কালিদাসের মেঘদূত এসে

তোমার ঐন্দ্রজালিক বাজিগর দেহে

বামপায়ে জলনূপুর পরিয়ে দিল

আমার শব্দরা ছুঁঁয়ে গেল ঝুম বৃষ্টি

মেঘের কারুকাজ রংধনু আঁকা

তোমার বাঁকা ঠোঁট

ভেজা কামিজের বুক ছুঁয়ে

বৃষ্টি ধোয়া বিনির্মাণে আমার চোখ দুটি

ছুঁই ছুঁই কদমের বাগান

ঘটে গেল বর্ষণমুখর তোমার আমার বৃষ্টিবিলাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close