আহমেদ তানভীর

  ২৪ জুলাই, ২০২০

বর্ষাতির আড়ালে

দহনকালের ক্রন্দসী আঙুল

অকারণ জড়িয়ে যায় মেঘের তর্জনীতে!

মেঘমেদুর আকাশ এক অদ্ভুত ছাপাখানা

জগতের তাবৎ জলাশয়ে সেঁটে দেয় কান্নার পোস্টার।

জনতা-সড়কে সরে সরে যায় ইটের গাঁথুনি,

ক্রুর হাসিওয়ালাদের পোয়াবারো;

ফের টেন্ডারবাজি, মজাসে চলো!

ভুল পথে ছাই ফেলে যায় চুরুট-কিশোর;

নিশপিশ হাতে ফোটায় নিদারুণ বৃষ্টিফুল

বালিকা-বুকের নিটোল কদমে।

মন্দের বন্দনায় বিনিদ্র আরাধনা করে মানুষের বেপথু মন,

অথচ বর্ষাতির আড়ালে কাঁদে কতশত শুকনো হৃদয়পত্রপল্লব!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close