রাহমান ওয়াহিদ

  ২৪ জুলাই, ২০২০

বৃষ্টি ও বরষা

ভেবো না যে বরষা এসেছে।

আষাঢ় আকাশে বৃষ্টির আঁচল ওড়ে

শ্রাবণ শরীরে বজ্রের আগুন পোড়ে

মেঘল জলজে রোদের তৃষ্ণা ঝরে।

বৃষ্টি নেমেছে ঠিকই বৃক্ষের বাকলে

বৃষ্টি কেঁদেছে ঠিকই চোখের কোমলে

বৃষ্টি এসেছে ঠিকই মেঘের মাদলে।

তা বলে ভেবো না যে বরষা এসেছে।

বরষা এলে অরণ্যের ছায়ারা ভেজে

বরষা এলে রোদেলা জোছনা ভেজে

বরষা এলে দুপুরি বিষণœতা ভেজে।

তুমি যে ভিজেছ জলের দহনে

ভেবো না তা কোনো বৃষ্টির স্ফুরণে

তুমি যে বর্ষা মেয়ে ডেকেছ সেই কারণে।

তা বলে বলো না যে বরষা এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close