আইউব সৈয়দ

  ২৪ জুলাই, ২০২০

করোনা শ্রাবণ

১.

বোধ হয় করোনার শ্রাবণ স্পন্দনহীন

এই শ্রাবণের ধারা অন্য বর্ষার মতো নয়

এই শ্রাবণে দৃষ্টির দ্যুতি ঝরায় না।

কিন্তু সেই শ্রাবণ কদম্বের নির্যাসে ফিরে। রিমঝিম

ঋতুবিলাসে ধ্বনিত হয়। মোহিনী নূপুরে আঁচল জড়িয়ে

স্বপ্নের দীঘি ভরিয়ে দেয়।

২.

করোনা শ্রাবণ বিষণœতার বান ডেকেছে

মন-মাঝির পদাবলি নিরাবেগে সজ্জিত

মুহূর্তগুলো

উদাসীনতার সমারোহে

কৌতুক উল্লাসে ভেসে চলে

কদমফুল সবুজের উচ্ছলতা নিয়ে

অজান্তেই ভিজে... কেনইবা

চিলেকোঠায় শুয়ে আছে?

কালের রিমঝিম ফুলঝুরি বর্ষা যেন

সংক্রমণের কোভিড-১৯।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close