গিরীশ গৈরিক

  ২৪ জুলাই, ২০২০

হাবাগোবা

মায়ের চোখে একটি রেলস্টেশন ঘুমিয়ে থাকে

মা। চোখ খুলে যেদিকে তাকায় রেলগাড়িগুলো সেদিকে ধাবিত হয়

আবার সন্ধ্যা হলে পাখির মতো মায়ের চক্ষুনীড়ে রেলগাড়িগুলো ফিরে আসে।

মা যখন কাঁদেÑ তখন রেলগাড়িগুলো বন্যায় ডুবে যায়।

গত বছর তো মা আমার বর্ষার আকাশ হলো

আর রেলগাড়িগুলো অবিরত ডুবে যেতে লাগল

অথচ আমি মায়ের একমাত্র হাবাগোবা রেলগাড়ি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close