হা মীম কেফায়েত

  ২৪ জুলাই, ২০২০

বর্বর বৃষ্টি

বৃষ্টির বর্বরতা থেকে মুক্তি চাই প্রভু!

বৃষ্টি শুরু হলে মেজাজ খারাপ হয়

প্যাকে-কাদায় রাস্তায় হাঁটাই যায় না

সহজে রিকশা পাওয়া যায় না

রিকশাওয়ালা ভাড়া বেশি চায়

রিকশার পলিথিন ভিজা থাকে

রিকশার পলিথিনে ময়লা থাকে

রিকশার পলিথিন ছোট থাকে

রিকশার পলিথিনে মাছের গন্ধ

বৃষ্টিতে বাসার জানালা ভিজে যায়

চুয়ে চুয়ে পানি বেয়ে ঢুকে পড়ে

বৃষ্টিতে ধূমপান করা যায় না

পকেটের সবকিছু ভিজে যায়

জুতার ভেতরে পানি ঢুকে পড়ে

অন্যদের ছাতার পানি গায়ে পড়ে

অথবা ছাতায় ছাতায় খোঁচাখুঁচি

আর সুন্দর ছাতাটা হারিয়ে যায়

বৃষ্টি, তার সবটাই বড়লোকের

বৃষ্টির একফোঁটাও গরিবের না

বৃষ্টির চরিত্রে পরিবর্তন আনো প্রভু!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close