শতাব্দী জাহিদ

  ২৪ জুলাই, ২০২০

বর্ষাযাপন

হাতিরঝিলের জারুল দুলে বৃষ্টির অর্চনায়;

সানবাঁধা ঘাটে ফুটেছে স্নানভেজা ডাগর প্রতিমা।

পরিযায়ী মেঘ এসে কড়া নাড়ে সদর দরজায়

বাহে বাহে গলা ফাটায় আসমান।

মনে পরে মিছিল সেগানের শ্রাবণের রাত

তোমার বর্ষার চোখ

মাতাল ক্লান্ত কায়া ঘুম

ফেরি করে বেঁচে থাকা জীবন, কবি জীবন

কচুরিপাতায় মোড়ানো পার্সেল; মীরের ঠিকানায়

মনে পড়ে আষাঢ়-শ্রাবণ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close