মৃণাল বসুচৌধুরী

  ২৪ জুলাই, ২০২০

বৃষ্টি না বিষাদ

তোমায় ভেজাবে বলে বৃষ্টি নামে অন্ধকার ছাদে

স্বপ্নজাল ছড়াতে ছড়াতে

নির্জন আড়াল থেকে

ভেসে আসে নূপুর নিক্কন

ঋণমুক্ত স্বাধীন বেহালা

সারিবদ্ধ জানালার বিষণœ গরাদে

চোখ রেখে

ঘরবন্দি তুমি শুধু

স্মৃতিময় দূরত্ব মেপেছো

গ্রহণের চাঁদ নয়

খুঁজেছো মাধবীলতা

চালাঘরে বিতর্কিত সুখ

ভেবেছো কখন নীল আকাশের নিচে

মানুষের পাশাপাশি দ্বিধাহীন দাঁড়াবে মানুষ।

বৃষ্টি না বিষাদ

কে তোমায় খুঁজেছে প্রথমে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close