মাহফুজুর রহমান সৌরভ

  ১৩ মার্চ, ২০২০

তুমি কাছে নেই বলে

তুমি কাছে নেই বলে

রাতজাগা এই দীর্ঘ অন্ধকারে

প্রণয়ের সুরে কিছু শব্দ এসে থেমেছিল

নাব্য হারানো বণিক বিছানায়

পরাবাস্তব আমার স্বৈরাচারী আঙুলগুলো

তোমার কামকলা যুগল স্তনে

ছুঁয়েছিল লোবানের ঘ্রাণ...

বিমূর্ত এ চার দেয়ালের সাম্রাজ্য ঘিরে

দ্রোহী দুচোখ খুঁজেছিল নীলসমুদ্র

তোমার ট্র্যাজেডি ঠোঁটে জলপদ্ম শব্দগুলো

নিগূঢ় উৎসবে কেঁপেছিল সুখের পরিধি।

তুমি নেই বলে জলগোত্রের নিশি চোখে

থেমে যায় আগুনের মিছিল

সুভাষণ রাত শূন্যের কোলাহল ঘিরে

প্রতিনিয়ত ঘুম ভাঙে...

আমি জানি, তুমি ঈশ্বর ও নারী তুমিবিহীন বিদগ্ধ মন

একটা অবাঞ্ছিত পৃথিবীর দিকে ক্রমশ হারিয়ে যাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close