সবুজ আহমেদ

  ২৮ ফেব্রুয়ারি, ২০২০

কচিকবিতা

প্রায়ই মৌননেশা নগর হতে মনপোড়া ঘ্রাণ আসে

আজও ক্ষুধার জ্বালায় পৃথিবীর কোনো না কোনো কোণে,

একথালা শাদা ভাতের আশায় মলিনমুখে শিশু হাত পাতে!

দুঃখ দিঘির জলে জন্মেছে বলে কাদাজলে একাকার জীবন কাঁদে

নরম হাতে আধোয়া পা ধরে আর নিষ্পাপ চাহনি দেখে কারো দিল গলে...

টুপ করে পকেট হতে বেরিয়ে আসে এক টাকার কচকচে নোট

মুহূর্তে হাসি, গরম ভাতের গন্ধ পায় শিশুÑ খসে যায় ক্ষুধা

ততক্ষণে বুকের উঠোন হতে মুছে যায় না-খেয়ে থাকার বলিরেখা।

এভাবে অনাদিকাল অনন্ত ডানায় অবাধ্য বাতাসে সাঁতরায় সবুজপাতা

আর অসমাপ্ত পৃথিবীর ঠাসা রূপকথা লেখা হয় পথে জন্ম নেওয়া কচিকবিতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close