হাফিজ উদ্দীন আহমদ

  ১৪ ফেব্রুয়ারি, ২০২০

উচ্চতা

মাথা তুলে দাঁড়াবো আমি ক্রমাগত

একদিন আমার উচ্চতার কাছে

তোমাদের সবকিছু হয়ে যাবে নত

তোমাদের নৈতিকতার হয়েছে ভূমিধস

ভেঙে গেছে সততার ইফেল টাওয়ার

হৃদয়ের উষ্ণতার সে উচ্চ পারদ

নেমে যাচ্ছে দিন দিন ঠান্ডায় আর

শীতল পাটি বিছিয়ে আজ হায় কেউ

করে না পাখার বাতাস এই শিওরে

গন্তব্য পথ থেকে সদা বিচ্যুত

ভালোবাসা কমে রোজ গাণিতিক হারে

এমন কি বিদ্যালয়ের সিঁড়ি সবগুলো

ধাপে ধাপে নেমে যায় ঘোর পাতালে

এই যে নামানামি চলছে দিনরাত

প্রতিযোগিতায় মেতে আছে সকলে

একই চিন্তাতে যে মত্ত সবাই

কে আগে কত নিচে নামতে পারে

সিন্দুকে লুকিয়ে রেখে মূল্যবোধ

কতটা নিখুঁত কালো অন্ধকারে

তাই ফুঁসছি আমি যে অজগর হয়ে

একদিন তোমাদের ডুবিয়ে দেবো

বঙ্গোপসাগর মাথা তুলে নির্ভয়ে।

(গ্লোবাল ওয়ার্মিং : সাগরের উচ্চতা দিন দিন বাড়ছে)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close