রংপুর ব্যুরো

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক মন্ত্রী নুরুজ্জামান রিমান্ড শেষে কারাগারে

মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ দিন রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক দেবী রানী রায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব বলেন, আমরা আদালতে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের জামিন চেয়েছিলাম, আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছে।

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান। গত ৭ জানুয়ারি নির্বাচনে তিনি লালমনিরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close