সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বাঙালি নদীতে পুণ্যস্নান

বগুড়ার সোনাতলা উপজেলার আড়িয়ারঘাটে বাঙালি নদীতীরে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে মাঘী সপ্তমী মেলা ও পুণ্যস্নান। মাঘ মাসের সপ্তম তিথিতে এ মেলা হয় বলে এর নাম হয়েছে মাঘী সপ্তমী মেলা। স্থানীয়দের কাছে এ মেলা আড়িয়ারঘাট মেলা নামেই পরিচিত। কবে থেকে এ মেলার প্রচলন সে ব্যাপারে লিখিত কোনো তথ্য পাওয়া যায় না।
পুরানো লোকরা জানাচ্ছেন, এটি শতবর্ষী মেলা। এ মেলা তারা ছোটবেলা থেকে দেখে আসছেন, তাদের বাবা-দাদারাও দেখে আসছেন বলে গল্প করতেন। দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা আসতেন ছোট যমুনায় পুণ্যস্নান করতে। তারা পুণ্যলাভের আশায় মাঘী সপ্তমী মেলায় এসে মেলা সংলগ্ন বাঙালি নদীতে পুন্যস্নানে অংশ নিতেন। সনাতন ধর্মাবলম্বী অনেকের মতে, মাঘী সপ্তমী মেলার দিন মেলা সংলগ্ন বাঙালি নদীতে স্নান করলে অশেষ পুণ্য লাভ করা যায়।
এবারে মেলার দিন গতকাল মঙ্গলবার খুব সকাল থেকেই দলে দলে সনাতনধর্মী নারী-পুরুষ মেলায় আসতে থাকেন। এরা অটোরিকশা, ভ্যানে ও হেঁটে মেলায় আসেন। মেলায় এসে মাঘ মাসের তীব্র শীত উপেক্ষা করে তারা পুণ্যস্নানে অংশ নেন। স্নানে অংশগ্রহণকারীরা পরে চিড়া-মুড়ি খেয়ে ভাবগাম্ভীর্যের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। মাঘী সপ্তমী মেলার মূল উদ্দেশ্য পুণ্যস্নান হলেও মেলায় মিষ্টান্ন, তৈজসপত্র, খেলনাসহ নানা পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। আর মেলা দর্শন করেতে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন। ওই সময় স্থানীয় ও দূরদূরান্তের হাজারো মানুষ ভিড় করেন। পুণ্যস্নানের মাধ্যমে শতবর্ষ ধরে প্রচলিত প্রথা বজায় রেখেছেন পুণ্যার্থীরা।
"