বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে দুই দেশের গবেষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় (এমইউ) যৌথভাবে বাংলাদেশের মাটি ও পানিসম্পদের ওপর কৃষি সুরক্ষা পদ্ধতির দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে গবেষণা করছে। প্রকল্পে প্রধান গবেষক (পিআই) বাকৃবির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর এবং প্রজেক্ট লিডার হিসেবে মারডক বিশ্ববিদ্যালয়ের ড. রিচার্ড ডবি-উ বেল ও ড. ডাভিনা বয়েড দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান এ প্রকল্পে কৃষি অর্থনীতিবিষয়ক পিআই হিসেবে কাজ করছেন।
গবেষণাটির উদ্দেশ্য সম্পর্কে প্রধান গবেষক (পিআই) অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর বলেন, মাটি এবং পানিসম্পদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাবসহ কৃষি সুরক্ষা পদ্ধতি গ্রহণের মূল সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকি পরীক্ষা করা এ গবেষণার উদ্দেশ্য। এ ছাড়া দীর্ঘমেয়াদি কৃষি সুরক্ষা পদ্ধতি চর্চার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং এর অন্তর্ভুক্তিমূলক সম্প্রসারণের জন্য কী পূর্বশর্ত পূরণ করা প্রয়োজন ও কোন পদ্ধতিগুলো কার্যকর হতে পারে সেটিও নির্ধারণ করা।
ড. রিচার্ড ডবি-উ বেল বলেন, বাংলাদেশের মাটি খুবই উর্বর কিন্তু এই উর্বরতা দ্র”ত কমে যাচ্ছে। ২০১২ সাল থেকে মারডক বিশ্ববিদ্যালয় এদেশের প্রায় ১০টিরও বেশি বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান প্রকল্পটি বাংলাদেশে কৃষি সুরক্ষা পদ্ধতি গ্রহণে সহায়তা এবং মাটি ও পানির গতিশীলতার পরিবর্তন বিষয়ক। এ প্রকল্পের সফলতার ব্যাপারে আমরা আশাবাদী। এ ছাড়া ‘বাংলাদেশে বৈচিত্র্যময় ফসল উৎপাদনের জন্য পুষ্টি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে সম্পন্ন হয়েছে। কৃষি সুরক্ষা পদ্ধতি সম্পর্কে অধ্যাপক জাহাঙ্গীর বলেন, কৃষি সুরক্ষা পদ্ধতি হলো টেকসই চাষাবাদের একটি পদ্ধতি যা মাটির স্বাস্থ্যরক্ষা, উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সহায়ক।
"