বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন এক বৃদ্ধা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন (৭০) ওই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই ঘাতক অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর রহমান প্রতিবেশী আবদুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে টাকা পেত। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়াঝাঁটি হতো। ঘটনার দিন দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রহিমার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অপু রহিমাকে মারধর করতে করতে পাকা রাস্তার উপর ফেলে দেয়। রহিমা বেগম মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close