নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি, ২০২৫
গৌহাটিতে বাংলাদেশি তরুণী গ্রেপ্তার

বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে প্রবেশ করে হোটেলে পর্নোগ্রাফি শুট করার অভিযোগে বাংলাদেশি এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৌহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ২২ বছর বয়সি বাংলাদেশি তরুণী মীন আখতার এবং স্থানীয় দুই যুবক শফিকুল ও জাহাঙ্গীর রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে হোটেল থেকে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ও জাহাঙ্গীর আসামের বাসিন্দা। তবে মীন আখতার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে জানায় পুলিশ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন