বান্দরবান প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি, ২০২৫
নাইক্ষ্যংছড়ির সীমান্তে মাইন বিস্ফোরণ
যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তরিকুল নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ফুলতলী ৪৭, ৪৮ নম্বর পিলারের মিয়ামারের ২০০ মিটার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহত তরিকুল কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার বাসিন্দা। এদিকে, পুলিশ ও স্থানীয়রা জানান, মিয়ানমারে পণ্য ও গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে তরিক উদ্দিনের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন