কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি, ২০২৫
নদীতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন তিন স্কুলছাত্র। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) এবং সারজিল (১৫)। তাদের সঙ্গে নিখোঁজ হওয়া ঝাঁটিবেলাই গ্রামের আবদুর রহিমের ছেলে রাফির (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন