হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

হাজীগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে মো. সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয় হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কবিরাজ বাড়ির মো. আবুল কালাম কালুর ছেলে। একই গ্রামের কাজীবাড়ির আকবর হোসেন কাজী (৬০) ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে হত্যার এ অভিযোগ উঠেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ধানের চারা রোপণের সময় কবিরাজ বাড়ির জাহাঙ্গীরের সঙ্গে একই গ্রামের কাজীবাড়ির আজিজ কাজীর সঙ্গে বিবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সন্ধ্যায় আজিজের বড় ভাই চাঁন মিয়ার সঙ্গে জাহাঙ্গীরের ভাতিজা ও সেলিমের ছেলের মারামারি হয়। বিষয়টি জানার পর ইউপি সদস্য সমাধানের উদ্যোগ নেন।

গতকাল জুমার নামাজের পর স্থানীয় মসজিদ মাঠে জাহাঙ্গীরের ছোট ভাই সেলিমকে পিটিয়ে আহত করেন আজিজ কাজীর চাচা আকবর কাজীসহ তাদের পরিবারের লোকজন। এ সময় স্থানীয়রা ও সেলিমের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সেলিমকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেলিম হোসেনের মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত আকবর কাজীসহ তাদের পরিবারের লোকজন ও স্বজনরা নিজ বাড়ি থেকে পালিয়ে যান। অভিযুক্ত আকবর কাজীর মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় তার ও তার পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিহত সেলিমের ছোট ভাই ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক নবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ভাই সেলিমকে পরিকল্পিতভাবে আকবার কাজী ও আজিজ কাজীসহ তাদের পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে। ওই ঘটনার সঙ্গে তার ভাই জড়িত ছিলেন না বলে তিনি জানান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close