চাঁদপুর প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৫

বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয়, সুসম্পর্ক রয়েছে

ডা. তাহের

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব নেই বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, আগামীদিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল দলই ইতিবাচক হবেন-এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন আমি মনে করি তারা সঠিক কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন যারা রাজনীতি করছে অর্থাৎ ইসলামীসহ অন্যান্য দল তাদের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। যোগাযোগ রক্ষা করছি। পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি হচ্ছে আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চেয়ে তুলনামূলক ভালো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close