টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৫

টঙ্গীতে নুরুল ইসলামের মুক্তি দাবিতে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের মুক্তি দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার সকালে ‘টঙ্গীবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন।

এছাড়া টঙ্গী পূর্ব থানায় জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তার দুই ভাই শহিদুল ইসলাম শিপু এবং অহিদুল ইসলাম টিপুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

সকালে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ গেট এলাকায় জড়ো হন। সেখান থেকে শুরু হয় বিক্ষোভ। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।

আমরা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবি জানাই।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ, রনি সরকারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দা।

অন্যদিকে একই সময়ে টঙ্গী পূর্ব থানায় জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তার দুই ভাই শহিদুল ইসলাম শিপু এবং অহিদুল ইসলাম টিপুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন দলের সাবেক সহসভাপতি আরাব রিফাতসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close