আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০২৫

ট্রাম্পের কাছে এক ইসরায়েলি মায়ের আকুতি

গাজায় যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ কামনা ও জিম্মি ছেলেকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে আকুতি জানিয়েছেন ইসরায়েলের এক মা। একইসঙ্গে বারবার যুদ্ধবিরতি চুক্তি নস্যাতের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন তিনি। খবর আল জাজিরার। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার কাছে সীমান্তে নিযুক্ত ছিলেন ইসরায়েলি সৈনিক নিমরোদ কোহেন। ওই দিন হামাসের যোদ্ধারা নিমরোদকেও বন্দি করে নিয়ে যায়। গাজায় আটক ছেলের মুক্তির জন্য ট্রাম্পের কাছে আকুতি জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নিমরোদের মা ভিকি কোহেন।

ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার প্রচেষ্টাকে নস্যাৎ করার অভিযোগ তুলেছে কোহেন পরিবার। মা ভিকি কোহেন বলেন, দয়া করে মি. প্রেসিডেন্ট ট্রাম্প, স্যার, আমরা আপনার উপর আমাদের আস্থা রেখেছি এবং মনে করি যে আপনিই একমাত্র ব্যক্তি যিনি এই সমস্ত দুঃস্বপ্ন বন্ধ করতে পারেন। ইসরায়েলি ওই মা বলেন, দয়া করে নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং সমস্ত জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার চুক্তি স্বাক্ষর করার জন্য চাপ দিন।

ভিকি কোহেন বলেন, আমরা এখনও দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিটি চুক্তি ভেঙ্গে দিচ্ছেন এবং যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করছেন। অথচ যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতি চুক্তিই পারে আমাদের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সশস্ত্র হামাস যোদ্ধারা ইসরায়েলে সীমান্ত পেরিয়ে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৪০ জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস।

হামাসের হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রায় ১৫ মাস ধরে চলা ওই হামলায় এখন পর্যন্ত গাজায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close