সিলেট প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৫

চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যেতে বাধা

শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থি তারকা চিত্রনায়িকা নিপুণক আক্তারকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এর আগে যুক্তরাজ্য ফ্লাই করার উদ্দেশে এদিন সকালে সড়কপথে সিলেট এয়ারপোর্টে আসেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ। পরে ইমিগ্রেশন থেকে তাকে আটকে দেয় পুলিশ। নেওয়া হয় পুলিশ হেফাজতে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। মুখে মাস্ক পরে বোডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার একপর্যায়ে তাকে চিনে ফেলেন বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেইসঙ্গে তার যাত্রা বাতিল করা হয়। পরে দ্রুত সটকে পড়েন তিনি। বিমানবন্দর থেকে বের হয়ে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন নিপুণ। সূত্র আরো জানায়, নিপুণ বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করেন। তার পাসপোর্টেও নাম রয়েছে নাসরীন আক্তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close