ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৫

ঈশ্বরগঞ্জে ব্যাংকে চুরির চেষ্টা প্রতিহত

সিকিউরিটি গার্ড, পুলিশ, কর্মকর্তা ও স্থানীয়দের যৌথ তৎপরতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাংকে চুরির চেষ্টা প্রতিহত করা গেছে। শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখায় তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল এক দুর্বৃত্ত, টের পেয়ে সিকিউরিটি গার্ড ফোনে কর্মকর্তাদের অবহিত করে ডাকচিৎকার করতে থাকে। পরে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্ত পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। এ ঘটনায় বেসিক ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত বুুধবার রাত আড়াইটার দিকে বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের আর্মড গার্ড মো. সোহরাব আলী জানান, ‘বুুধবার রাত আড়াইটার দিকে ব্যাংকের মূল ফ্লোরে দুর্বৃত্ত যখন তালা ভাঙে তখন আমি টের পাই। তৎক্ষণাৎ ম্যানেজার স্যার ও অন্য সব স্যারদের কল করে বিষয়টি অবহিত করি এবং চিৎকার করতে থাকি। ম্যানেজার স্যার তখন দ্রুত পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলের দিকে আসতে থাকলে দুর্বৃত্ত পালিয়ে যায়। সরেজমিন বেসিক ব্যাংক পরিদর্শন করে দেখা গেছে, ঈশ্বরগঞ্জ পৌরশহরের পাটবাজারে কাঁচামাটিয়া নদঘেঁষে অবস্থিত একটি ৪ তলা ভবনের ২য় তলায় চলে গ্রাহকদের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কার্যক্রম। ব্যাংক পরিদর্শনকালে বেসিক ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ‘ব্যাংক ভবনের পেছনের অংশে কাঁচামাটিয়া নদের ওপরে অবস্থিত দি রিভারফুড প্যালেস রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট সংলগ্ন ব্যাংক ভবনের নিচতলার একটি দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্ত। নিচতলার জেনারেটর কক্ষের জানালার গ্রিল কেটে দোতালায় ওঠে সে। সেখানে ব্যাংকের মূল ফ্লোরের তালা ভাঙার মুহূর্তে টের পেয়ে যান ব্যাংকের আর্মগার্ড সোহরাব আলী। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের কয়েকজন গ্রাহক ও স্থানীয় লোকজন বলেন, ‘সিসিটিভির ফুটেজে একজন লোক দেখা গেলেও ঘটনার পেছনে আরো লোক জড়িত থাকতে পারে। একজনের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। রাষ্ট্রীয় মালিকানাধীন এমন ব্যাংকে ডাকাতির চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।’ এতে ব্যাংক গ্রাহক ও পৌরবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখা গেছে রাত ২:২৯ মিনিটের সময় ব্যাংক ভবনের মূল ফ্লোরে গায়ে চাদর পরিহিত ও চাদর দিয়ে মুখ ঢেকে রাখা একজন দুর্বৃত্ত তালা ভাঙে। তখন তালা ভাঙার শব্দ টের পেয়ে যান ব্যাংকের আর্মগার্ড মো. সোহরাব আলী। বিষয়টি তিনি আমাকে জানালে আমি পুলিশকে দ্রুত খবর দিই। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। আর্মগার্ডের চিৎকারের সঙ্গে স্থানীয় লোকজন ও পুলিশের ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্ত ব্যাংকের মূল ফ্লোরে প্রবেশ করতে পারেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close