নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা দিচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন
কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার তিন শতাধিক স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা দেওয়া হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মোটিভেশন পরিচালক এম রেজাউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বলা হয়, তিনবার রক্তদানের মাধ্যমে লাইফ লং ডোনার ক্লাব, ১০ বার রক্তদানের মাধ্যমে সিলভার ক্লাব, ২৫ বার রক্তদানের মাধ্যমে গোল্ডেন ক্লাব এবং ৫০ বার রক্তদানের মাধ্যমে প্ল্যাটিনাম ক্লাবের সদস্যপদ লাভ করেছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতির বক্তব্য দেবেন নাহার আল বোখারী। স্বাগত ব্যক্তব্য দেবেন- এম রেজাউল হাসান। এ মহতী অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
"