নিজস্ব প্রতিবেদক
৪৩তম বিসিএস
গেজেটে বাদপড়াদের নিয়ে বৈঠক বৃহস্পতিবার
৪৩তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পেয়েও যারা প্রজ্ঞাপনে বাদ পড়েছেন, তাদের কীসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, তা মূল্যায়নে বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার দুটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠকটি হওয়ার কথা। বৈঠকে সরকারের দুটি সংস্থার শীর্ষ কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, প্রার্থীদের বাদ দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব মতামত প্রতিফলিত হয় না। কিন্তু সাধারণ মানুষের ধারণা, প্রার্থীদের বাদ দেওয়া ও অন্তর্ভুক্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ভূমিকা রাখে, যা আদৌ সত্য নয়। তাই সরকারের যে সংস্থা প্রার্থীদের বিষয়ে নেতিবাচক প্রতিবেদন দিয়েছে, তাদের তথ্য-প্রমাণসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক এক কর্মকর্তা বলেন, সাধারণত এ ধরনের বৈঠক ডাকা হয় না। এটা খুবই ভালো উদ্যোগ, কারণ কে কী কারণে বাদ পড়েছেন, তা জানার অধিকার প্রার্থীদের আছে। ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারের সব মিলিয়ে বাদ পড়েন ২৬৭ জন। এদের মধ্যে ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি। এসব প্রার্থীর বাদ পড়ার বিষয়ে সম্প্রতি ব্যাখ্যা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা বলেছে, দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ দুই সংস্থার প্রতিনিধিদের সঙ্গেই বৈঠক করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
"