খুলনা ব্যুরো
‘স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। ওই ষড়যন্ত্র প্রতিহত করতে এদের মূলোৎপটন করতে হবে। গতকাল রবিবার সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংককুয়েট হলে খুলনা বিভাগের অন্তর্গত জেলা ও মহানগরীর সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, শামীমুর রহমান শামীম, এম ওবায়দুল ইসলাম, অমলেন্দু দাস অপু, কে এম আমিরুজ্জামান খান শিমুল, শফিকুল আলম মনা, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, রবিউল ইসলাম রবি, সহ-কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
"