প্রতিদিনের সংবাদ ডেস্ক
সড়কে নিহত ৩
![](/templates/web-ps/images/news-logo.jpg?v=4)
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন এবং জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝায় ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার দারিয়াপুর এবং গতকাল শনিবার সকালে শিবগঞ্জের কানসাট-মিলিক মোড়ে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- রাজশাহী মহানগরের মেহেরচণ্ডি পূর্বপাড়ার আবদুস সালামের ছেলে মো. নাহিদ (৩০) এবং শিবগঞ্জ উপজেলার সেলমাবাদ-বেঁকির মোড় এলাকার মৃত ওয়াজেদ আলীর মেয়ে জাহানারা বেগম (৬০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দীন বলেন, শুক্রবার রাতে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জে আসছিলেন মো. নাহিদ। দারিয়াপুর পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন মানসিক ভারসাম্যহীন নারী জাহানারা বেগম। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আক্কেলপুর (জয়পুরহাট) : জেলার আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝায় একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টায় আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ী কবিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক বগুড়ার আদমদিঘী উপজেলার পূর্ব ঢাকা রোড সিংড়াপাড়া গ্রামের জবিবর রহমানের ছেলে সামছুল (৩৮)।
জানা গেছে, সামছুল পাশের ক্ষেতলাল বাজার থেকে ট্রাক্টরে ধান বোঝায় করে বগুড়ার সান্তাহারে যাচ্ছিলেন। পথে সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ী কবিরের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে ট্রাক্টরের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
"