reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২৪

১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর বিজিবির

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান গত মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে তার গর্বিত বাবা-মায়ের হাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।উল্লেখ্য, গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অসহায়, দুস্থ ও গরিব জনসাধারণের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close