ইবি প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০২৪

চালু হচ্ছে ইবির ক্যাফেটেরিয়া

দীর্ঘ ২১ দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাফেটেরিয়া চালু হচ্ছে আগামী ৫ জানুয়ারি। এর আগে প্রাথমিক ট্রায়াল হিসেবে আগামী ৯-১০ ডিসেম্বর খোলা থাকবে এটি। মাঝখানে শীতকালীন ছুটি থাকায় ৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে বলে জানা যায়। ৪ ডিসেম্বর টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএসসিসির বরাতে জানা যায়, পূর্বঘোষিত ১০ ডিসেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে ৯ ও ১০ ডিসেম্বর দুদিন প্রাথমিক ট্রায়াল হিসেবে চালু থাকছে ক্যাফেটেরিয়াটি। সেদিন ম্যানেজার কিছু খাবার পরিবেশন করবেন যা শিক্ষার্থীদের রিভিউ নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেও টেস্ট করে দেখে উপযুক্ত মনে হলে ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার নতুন ম্যানেজার মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রশাসন থেকে আমাকে ক্যাফেটেরিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমার প্রধান লক্ষ্যই থাকবে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা করা।

টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের দাবিদাওয়া ও চাহিদার ভিত্তিতে কাজ করে যাব। বাস্তবায়নের মাধ্যমে কাজের প্রমাণ দেখাব বরং ঘোষণার মাধ্যমে নয়। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং ৯ ও ১০ ডিসেম্বর ট্রায়াল হিসেবে চালু করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি না থাকলেও তৃতীয় পক্ষ হিসেবে নতুন ম্যানেজার আন্তরিকতার সহিত সেবা দিয়ে যাবে বলে আশাবাদী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close