নিজস্ব প্রতিবেদক

  ০১ ডিসেম্বর, ২০২৪

ভৈরবে ইসকন মন্দির ভাঙচুরে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে পৌর শহরের টিনপট্টি এলাকার নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাটি করেন।

এর আগে গত শুক্রবার রাণীবাজার হলুদপট্টিতে ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ নামে ইসকন পরিচালিত ওই উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী ও জেলা প্রশাসক ফৌজিয়া খান ভৈরবে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইসকন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাসিবুল হাসান (২৮), মো. প্রান্ত ও পঞ্চবটি এলাকার মো. সানজিব। তাদের মধ্যে হাসিবুল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিব পাঠাগারবিষয়ক সম্পাদক এবং প্রান্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজ ও কিছু বিষয় বিবেচনায় রেখে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে থানা হেফাজতে গ্রেপ্তার তিনজন হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, রাণীবাজার হলুদপট্টিতে ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ নামে একটি মন্দির আছে। বাদী প্রণয় সংঘের একজন সদস্য। গত বুধবার সকাল সাড়ে ৮টায় প্রণয়সহ কয়েকজন সদস্য মন্দির পরিচ্ছন্ন করতে যান। সকাল সাড়ে ৯টায় কাজ শেষে তালা দিয়ে তারা ফিরে আসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close