নিজস্ব প্রতিবেদক
কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা
আবহাওয়া এবং দেশের নদ-নদীর সামগ্রিক অবস্থা সম্পর্কিত উন্নতমানের এবং নির্ভরযোগ্য তথ্য কৃষকের কাছে পৌঁছানো এবং এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহের উন্নত পদ্ধতি ব্যবহারে ডিএই’র সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে নেওয়া কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিগত ৭ বছরে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম ও এর প্রভাব, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংস্থা, কর্মকর্তাদের অবহিত করা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে পর্যালোচনা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহপরিচালক মো. ছাইফুল আলমের সভাপতিতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক ড. মো. সাহিনুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক ড. ফ. ম. মাহবুবুর রহমান।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খান।
সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান প্রকল্পের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে এর ২য় পর্যায় শুরুর বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, প্রকল্প সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মতামত নিয়ে প্রকল্পের চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যকে সামনে রেখে ২য় পর্যায়ের প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, ইআরডি, আইএমইডি, কার্যক্রম বিভাগ, কৃষি তথ্য সার্ভিস এর প্রতিনিধিবৃন্দ, গবেষণা প্রতিষ্ঠান বিএআরআই, বিআরআরআই, বিজেআরআই, বিএসআরআই, বিডব্লিউএমআরআই, বিআইএনএ, বিএআরসি এর বিজ্ঞানী, বিএডিসি, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।
"