সিলেট ও রাঙামাটি প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

সড়ক দুর্ঘটনায় ২০ পুণ্যার্থী ও ১০ পর্যটক আহত

বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঙামাটির মানিকছড়িতে ২০ পুণ্যার্থী ও সিলেটের গোয়াইনঘাটে ১০ পর্যটক আহত হয়েছেন। রাঙামাটির মানিকছড়ি এলাকায় পুণ্যার্থীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

বাসে থাকা যাত্রীরা জানান, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিলেন। এমন সময় মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। এসময় অনেকে আহত হয়েছেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস টিলার নিচে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের উঁচু টিলা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে নগর এক্সপ্রেসের একটি মিনিবাসে ২৩ জন যাত্রী নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছিল। জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছলে বাসটি পার্কিং করতে গিয়ে উঁচু পাহাড় থেকে ১০ মিটার নিচে যাত্রীসহ পড়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close