ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২৪

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহতের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ পিলার এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি যুবক আহত হওয়ার প্রতিবাদে দুই দেশের বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সীমান্তের ২০৫০ পিলার এলাকার পুটিয়া নামক স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে শুরু করে প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে পতাকা বৈঠক। এ বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষে নেতৃত্ব দিয়েছেন ৬০ ব্যাটালিয়নের অধীনস্থ সালদা নদী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. সফিকুর রহমান এবং ভারতের বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পুটিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস আইমহন সিং। বিএসএফ ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close