বুটেক্স প্রতিনিধি
বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা অনেক আহত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটে। এতে বুটেক্সের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আহতরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
গত রবিবার রাত ৯টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া চলে। আজিজ হলের শিক্ষার্থীরা জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা আজিজ হলে এসে প্রথমে বুটেক্স শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আজিজ হলের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বুটেক্সের ওসমানী ও নজরুল হলের আবাসিক শিক্ষার্থীরা যুক্ত হতে এলে বিটাকে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ে। এতে দুপক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন রাত ১০টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও এক ঘণ্টা অবধি তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারপর সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং দুপক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা চালানো হয়। মীমাংসার একপর্যায়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্স শিক্ষার্থীদের ওপর ইট মারা শুরু করে, এতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়। রাত ১টা পর্যন্ত এ নাজুক পরিস্থিতি বিরাজ করে এবং পরিস্থিতি শান্ত না করেই সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে যায়। এতে বুটেক্স শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষুব্ধ হয়। রাত আড়াইটায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে আজিজ হলের শিক্ষার্থীরা হলে ফিরে যায়। অন্য শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে গিয়ে আজিজ হলের শিক্ষার্থীদের হলে থাকার নিরাপত্তা চান।
"