নিজস্ব প্রতিবেদক
সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস
রাজধানী ঢাকাসহ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একইসঙ্গে নদী অববাহিকার উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। গতকাল সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ পারভিন জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে। ঢাকায় ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস : বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, সোমবার সকাল ৬টায় নওগাঁর বদলগাছীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া এ সময় দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
এ দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
"