রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
রানীনগরে প্রকৌশলীর মরদেহ উদ্ধার
নওগাঁর রানীনগরে ওমর বক্স (৫৬) নামে এলজিইডির উপসহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওমর বক্স উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদার পাড়া গ্রামের মৃত জাছের আলীর ছেলে।
ওমর আলীর স্ত্রী হামিমা জেসমিন জানান, তার স্বামী নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে নওগাঁ শহরেই বসবাস করতেন। শারীরিক অসুস্থতার কারণে দুদিনের ছুটিতে ছিলেন ওমর বক্স। বুধবার দুপুরে খাবার খেয়ে নওগাঁ বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাসায় একমাত্র মা ছাড়া আর কেউ থাকেন না। বৃহস্পতিবার সকালে জানতে পারেন বাসার রুমের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ছুটে আসেন।
হামিমা জেসমিন আরো জানান, বেশকিছু দিন হলো হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। হয়তো এমন মানসিক অসুস্থতার কারনেই আত্মহত্যা করেছেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওমর বক্সের আর মাত্র ৯ মাসের মতো চাকরি আছে।
"