প্রতিদিনের সংবাদ ডেস্ক
মহাসমারোহে আজ মহারাসলীলা শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জে এবং দিনাজপুরের কাহারোলের কান্তাজিউ মন্দিরে আজ মহাসমারোহে শুরু হচ্ছে মহারাসলীলা। মহারাসলীলা মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মণিপুরীরা এবারে উদযাপন করবেন ১৮২তম ধর্মীয় উৎসব। অন্যদিকে, মহারাসলীলা ঘিরে শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী বসছে রাস মেলা। এজন্য মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ। অন্যদিকে, এই উৎসবের নিরাপত্তার বিষয়কে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ব্যাপক লোকসমাগমের বিষয়টি মাথায় রেখে কমলগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী। গত বুধবার বিকেলে ও বৃহস্পতিবার দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরী ললিতকলা একাডেমি ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি দল। এতে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নিয়ামূলসহ সেনাবাহিনীর অন্য সদস্যরা। ওই সময় মহারাসলীলা উদযাপন কমিটির নেতারাসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। এ ছাড়া নিণ্ডিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আকাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব উপভোগ করতে স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো লোকের সমাগম ঘটে। উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। অন্যদিকে, দিনাজপুরের কাহারোল উপজেলায় সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী শুরু হচ্ছে রাস মেলা। মেলা কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন।
"