দোহার (ঢাকা) প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০২৪

দোহারে ইউএনও অফিসে ক্যামেরা নিয়ে প্রবেশ নয়

ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইলোরা ইয়াসমিনের যোগদানের পর থেকেই কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন ও অন্য কোনো ডিভাইস নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা প্রদান করে আসছেন।

এ উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনআইন নিউজ পোর্টালের সাংবাদিকরা একাধিকবার ক্যামেরা নিয়ে প্রবেশকালে বাধার মুখে পরার ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার এক সহকারী কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের ক্যামেরা বাইরে রেখে যাওয়ার শর্তে কক্ষে প্রবেশের অনুমতি দেন। ওই ঘটনায় ক্যামেরার সামনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করলে ফিরে আসেন সাংবাদিকরা। এ বিষয়ে তার বক্তব্য জানার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে কয়েকজন সাংবাদিক প্রবেশ করলে তাদের সঙ্গে থাকা ক্যামেরা দেখা মাত্রই তিনি ক্যামেরা বাইরে রেখে আসার জন্য জানান। এ নিয়ে তার কাছে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রজ্ঞাপনের কথা বলেন। তার দেওয়া ওই প্রজ্ঞাপন সাংবাদিকদের হাতে আসলে ক্যামেরা নিয়ে প্রবেশের বিষয়ে কোনো কিছু পাওয়া যায়নি (জনপ্রশামন মন্ত্রনালয় যার প্রজ্ঞাপন স্মারক নং- ০৫ ০০ ০০০০ ০২১২৫ ০০২ ২০২৪ ৩৮) যার তারিখ ১৮ অক্টোবর, ২০২৪। এ সময় সাংবাদিকদের দাঁড়িয়ে রেখেই তিনি তার অফিস সহকারীকে প্রজ্ঞাপনের একটি কপি দিয়ে দিতে বললে কক্ষ থেকে বেরিয়ে আসেন দৈনিক নয়াদিগন্তের দোহার প্রতিনিধি শওকত আলী রতন, দৈনিক জণকণ্ঠের প্রতিনিধি সুজন খান, স্যাটেলাইন টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি সাইফুল ইসলাম, সাপ্তাহিক এশিয়া বার্তার স্টাফ রিপোর্টার সুমন হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইডে প্রবেশ করে স্মারক নম্বর দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট বিয়য়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close